Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবিরের সংগীতে মডেল হওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ঢাবি করেস্পন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২৩:২১ | আপডেট: ১ জুলাই ২০২৫ ০০:৩১

ঢাবি ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ সংগীতের মডেল হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন। সাত বছর আগে শিবিরের সংগীতে মডেল হওয়া সেই নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

সোমবার (৩০ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।’

বিজ্ঞাপন

শরীফ উদ্দিন সরকার ঢাবি শাখা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক পদেও দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী।

ছাত্রশিবিরের সম্পৃক্ততার বিষয়ে তিনি জানান, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ছাত্রশিবিরের একটি থিম সংয়ের শুটিংয়ে কাজ করেছিলেন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ছাত্রশিবিরের কোনো কাজের সঙ্গে সম্পৃত্ততা ছিল না তার।

সারাবাংলা/কেকে/পিটিএম

ছাত্রদল নেতা টপ নিউজ বহিষ্কার মডেল শিবিরের সংগীত