Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগদাদের বাতাসে ভয়াবহ দূষণ, ঢাকায় কিছুটা উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ০৮:৩৩ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১৬:০৭

ঢাকার বায়ুদূষণ। ছবি: সংগৃহীত

ঢাকা: জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। ভয়াবহ রূপ নিচ্ছে বাতাসের মান।

মঙ্গলবার (১ জুলাই) ইরাকের রাজধানী বাগদাদকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।

আজ সকাল সাড়ে ৭টার দিকে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, ঢাকার একিউআই স্কোর ছিল ৮৯, যা ‘মাঝারি’ ক্যাটাগরিতে পড়ে। এ অবস্থান অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪তম। তুলনামূলকভাবে এটি আগের চেয়ে কিছুটা উন্নত বলে ধরা যাচ্ছে।

শীর্ষ ৫ দূষিত শহরের মধ্যে রয়েছে:

বিজ্ঞাপন

১. বাগদাদ, ইরাক – একিউআই ১৫৯১
২. কুয়েত সিটি, কুয়েত – একিউআই ২২১
৩. লাহোর, পাকিস্তান – একিউআই ১৬৭
৪. কিনশাসা, কঙ্গো – একিউআই ১৬৩
৫. দুবাই, সংযুক্ত আরব আমিরাত – একিউআই ১৫৫

একিউআই স্কোর ব্যাখ্যা অনুযায়ী:

০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
৪০০+: গুরুতর স্বাস্থ্যঝুঁকি

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ সময় দূষিত বাতাসে অবস্থান করলে শ্বাসকষ্ট, হৃদরোগ, চর্মরোগসহ নানা জটিলতায় ভোগার আশঙ্কা থাকে। বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জন্য দূষিত বায়ু মারাত্মক ঝুঁকি তৈরি করে।

ঢাকায় সাম্প্রতিক উন্নতির পেছনে কিছু দিন ধরে বৃষ্টিপাত এবং যানবাহনের স্বল্প চলাচলকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে নগর কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকায় বায়ুদূষণ বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর