ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ‘জুলাই পদযাত্রা ২০২৫’-এর সূচনা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। যেখানে শুরু হয়েছিল ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্ফুলিঙ্গ। সেই ‘অভ্যুত্থানের আঁতুড়ঘর’ থেকে আন্দোলনের পথচলার নতুন অধ্যায়ের সূচনা করেছে এনসিপি।
সোমবার (১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে একত্রিত হন নানা মত ও পটভূমির ছাত্র এনসিপির নেতা কর্মীরা। দল-মত নির্বিশেষে সবাই এক কণ্ঠে স্লোগানে স্লোগানে গলা মেলান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর সঙ্গে।
“জুলাইয়ের আগুন জ্বালাও, গণতন্ত্রের মশাল ধরাও” — এমন সব শ্লোগানে মুখর হয়ে উঠে পুরো ক্যাম্পাস। উপস্থিত শিক্ষার্থীরা জানান, ২৪ সালের জুলাইয়ে এখান থেকেই ছাত্রদের প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছিল সারা দেশে। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই এনসিপির এই পদযাত্রা।
নাহিদ ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমাদের পথচলা একদিনের নয়, এটা প্রজন্মের দায়। এই জায়গায় আমরা ইতিহাস গড়েছিলাম, আজ থেকে আমরা ভবিষ্যৎ নির্মাণের যাত্রা শুরু করছি।”
২০২৪ সালের জুলাই মাসে, দেশে ব্যাপক রাজনৈতিক অচলাবস্থার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই গড়ে উঠেছিল ছাত্র-জনতার বিক্ষোভ। পরে সেই আন্দোলন বিস্তার লাভ করে সারাদেশে, যার ফলে পতন ঘটে তৎকালীন ক্ষমতাসীন সরকারের।
ছাত্র–জনতার অভ্যুত্থানকে স্মরণ করতে ১ থেকে ৩০ জুলাই দেশের সব জেলায় জুলাই পদযাত্রা হবে। এর নাম দেওয়া হয়েছে “দেশ গড়তে জুলাই পদযাত্রা”। ১ জুলাই শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হচ্ছে। এই সময়ে শহিদ পরিবারদের কাছে যাবে। তাদের কবর জিয়ারত করবে। আহত যোদ্ধা ও অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র–জনতার সঙ্গে কথা বলবে। জুলাই নিয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শুনবে।