Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার: ফারুকী

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ০৮:৫৪ | আপডেট: ১ জুলাই ২০২৫ ০৯:০৬

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ঢাকা: রক্তাক্ত জুলাই মাস শুরু হলো আজ মঙ্গলবার।

ছাত্র-জনতার বীরত্বগাঁথা সেই জুলাইয়ের নানা ঘটনা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন ব্যবহারকারীরা।

সেসব দেখে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (৩০ জুন) রাত ১টার দিকে দেওয়া নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার। জুলাই এসেছে!’

তিনি আরও লেখেন, ‘জুলাই এসেছে খেয়াল করিয়ে দিতে, যে বাইরে বাইরে আমাদের হাজার পার্থক্য থাকলেও আত্মাটা এক।’

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর