ঢাকা: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে স্মরণ করতে, শহিদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনের উদ্দেশ্যে ছাত্রদলের ৩৬ দিনের কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দিবাগত রাতে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ সময় বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এটি শুধু মোমবাতি প্রজ্বলন নয়, গণতন্ত্রের নতুন যাত্রার সূচনা। এই ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় ছিল ভয় আর আতংকের প্রতীক; আজ তা আশার আলো ছড়াচ্ছে। শেখ হাসিনা ছাত্রদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। আজকের এই আলোক প্রজ্বালনের মাধ্যমে আমাদের ৩৬ দিনের কর্মসূচির শুভ সূচনা হলো।’
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেন, ‘জুলাই মাসে ছাত্রদলের এই আয়োজন ইতিহাসের ধারাবাহিকতা বহন করে। একদিনে এই আন্দোলন গড়ে ওঠেনি। হাজারো মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে এটি গঠিত হয়েছে। আজ আমরা খুনি হাসিনামুক্ত বাংলাদেশ দেখছি। শহিদ ওয়াসিম ও সাঈদের রক্ত বৃথা যাবে না।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রদল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং শতাধিক নেতাকর্মী শহিদ হয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না।”
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জুলাই আগস্ট গণঅভ্যুত্থান তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ছাত্রদল রাজপথে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে৷ একক ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদলের সবচেয়ে বেশি কর্মী গ্রেফতার, আহত ও শহিদ হয়েছে। আমরা তাদের অবদান ভুলে যাবো না। যাদের আত্মত্যাগে আমরা মুক্ত স্বাধীন ক্যাম্পাস পেয়েছি, ছাত্রদল তা রক্ষা করে যাচ্ছে। আমরা শহিদদের রক্তের প্রতিজ্ঞা নিয়েছি, আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি চর্চা করবে, তারা তা সফলভাবে চর্চা করে যাচ্ছে।’
মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘জুলাইয়ের মাসব্যাপী কর্মসূচি হিসেবে আগামী ১২ জুলাই গুলশান কার্যালয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা আন্দোলনে শহিদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন তারেক রহমান।’
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন,যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল,যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনসহ ছাত্রদলের কেন্দ্র ও বিভিন্ন পর্যায়ের নেতারা।