Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কার: পুলিশের কাজে বাধার মামলায় মশিউর কারাগারে


১ জুলাই ২০১৮ ১৯:৩২ | আপডেট: ১ জুলাই ২০১৮ ১৯:৩৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর শাহবাগে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় মশিউর রহমান নামে এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি মশিউরকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।

গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে টায়ার ও আসবাবপত্র জ্বালানোসহ নাশকতা এবং পুলিশকে মারধর ও কাজে বাধা দেয়। ওই ঘটনায় শাহবাগ থানার এসআই ভজন বিশ্বাস ১০ এপ্রিল এই মামলাটি দায়ের করে। ওই ঘটনায় আরও দুটি মামলা করে পুলিশ।
ওই সময় ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান বাদী হয়ে মামলাটি দায়ের মামলা করেন।

এরপরে ওই মামলায় রাকিবুল হাসান ওরফে রাকিব, আলী হোসেন শেখ ওরফে আলী, মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বির ওরফে সিয়াম নামে চার আসামিকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।

সারাবাংলা/এআই/এমআই

আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর