Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১০:৫১ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১০:৫৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে একাধিক অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিমানবন্দর কর্তৃপক্ষ বাড়তি পদক্ষেপগুলো নিয়ে নির্দেশনা জারি করে।

নিরাপত্তা জোরদারে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো হলো-

  • ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিংয়ে বিশেষ মনোযোগ দেওয়া।
  • বিমানবন্দরের এভসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া।
  • সিসিটিভি মনিটরিং টিমকে নজরদারি বাড়ানোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া।
  • মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যাগগুলোতে বাধ্যতামূলক ম্যানুয়াল চেকিং কার্যকর করা।
  • ফায়ার আর্ম বহনকারীদের ক্ষেত্রে পূর্বানুমতি নিশ্চিত করা এবং এর পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা নেওয়া।
  • যেকোনো ধরনের নিরাপত্তার বিঘ্ন ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নীতিমালা প্রণয়ন করা।

নির্দেশনায় সকলের প্রতি এসব দায়িত্ব পালনে কঠোরভাবে মনিটরিং করতেও বলা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

নিরাপত্তা ব্যবস্থা জোরদার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর