Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আজ মসজিদে মসজিদে দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১১:৩২ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১৫:০০

ফাইল ছবি

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আজ মঙ্গলবার (১ জুলাই) বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পরিপ্রেক্ষিতে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

প্রসঙ্গত, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ জোহর বেলা দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/ইআ

ইসলামিক ফাউন্ডেশন জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর জুলাই গণঅভ্যুত্থান মসজিদে দোয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর