Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় জাসদ কর্মী হত্যার অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১২:০১

আটক তিনজন।

কু‌ষ্টিয়া: জেলার মিরপু‌রে পূর্ব শত্রুতার জেরে জাসদ কর্মী জ‌মির উদ্দিন‌কে প্রকাশ্যে পি‌টি‌য়ে হত্যার ঘটনায় অ‌ভিযুক্ত ছাত্রদল নেতাসহ তিনজন‌কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) ভোররা‌তে উপ‌জেলার আমবা‌ড়িয়া ইউনিয়‌ন এলাকা থেকে অ‌ভিযান চা‌লি‌য়ে সা‌বেক এক‌ ইউপি চেয়ারম্যানের বা‌ড়ি থে‌কে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-মিরপুর উপ‌জেলার আমলা ইউনিয়‌নের মিটন গ্রা‌মের সোনারুল খা‌নের ছে‌লে অ‌নিক খান(২৪), একই গ্রা‌মের মৃত ফারুক হো‌সে‌নের ছে‌লে নাঈম(২৩) ও নিমাই চাঁ‌দের ছে‌লে নাঈম(২৩)। এদের ম‌ধ্যে অ‌নিক আমলা ইউনিয়ন ছাত্রদ‌লের সভাপ‌তি।

এর আগে, গতকাল (৩০ জুন) দুপু‌রে আমলা ইউনিয়নের মিটন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের উপর হামলা চালায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখা‌নে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান,‌ আমবা‌ড়িয়া গ্রাম থে‌কে ঘটনার সঙ্গে জ‌ড়িত তিনজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

সারাবাংলা/এসডব্লিউ

ছাত্রদল নেতা আটক জাসদ কর্মী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর