Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী দেশ না গড়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে: এনসিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৩:২৯ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১৩:৩১

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং আহ্বায়ক নাহিদ ইসলাম।

রংপুর: জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আবু সাঈদের কবরের মাটি ছুঁয়ে শপথ নিয়ে বলছি যতদিন না পর্যন্ত নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে; বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠিত হবে; বাংলাদেশে বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার সাম্য এবং মানবিক মর্যাদাপূর্ণ দেশ গঠিত হবে ততদিন পর্যন্ত ছাত্র জনতার সমন্বয়ে গঠিত এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১ জুলাই) আবু সাঈদের কবর জিয়ারত শেষে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা জানান।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার, সংস্কার, নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এই ৩টি দাবি পূরণে সকলের সহযোগিতা চান নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

জুলাই সনদপত্র বাস্তবায়নে কোন ধরণের টালবাহানা চলবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদপত্র বাস্তবায়নে বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাবে এনসিপি। আগামী তিন তারিখ ছাত্র শ্রমিক জনতা সকলকে নিয়ে ঢাকায় ঢুকবো আমরা, জুলাই সনদপত্র বাস্তবায়ন করব।

তিনি বলেন, আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। আবু সাঈদেরা বুক চিতিয়ে আত্মত্যাগ করেছিল সেটাই আমাদের অনুপ্রেরণা ছিল। আবু সাঈদের মত সকল শহীদেরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাদের এই অনুপ্রেরণা যুগ যুগ ধরে বাংলাদেশে সকল শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সারাবাংলা/এনজে

এনসিপি বৈষম্যবিরোধী দেশ সংগ্রাম অব্যাহত