Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংযুক্ত আরব আমিরাত থেকে ১৭ এলএনজি কার্গো আমদানির খসড়া ক্রয় চুক্তি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৬:২৩ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১৮:২৮

ঢাকা: রাষ্ট্রীয় চুক্তির (জি-টু-জি) আওতায় সংযুক্ত আরব আমিরাত থেকে স্বল্প মেয়াদে ১৭টি এলএনজি কার্গো আমদানির প্রস্তাবিত দর ও খসড়া ক্রয়-বিক্রয় চুক্তি (এসপিএ) অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে চলতি ২০২৫ সালে ৫টি এবং ২০২৬ সালে ১২টি কার্গো আমদানি করা হবে। সংযুক্ত আরব আমিরাত এর ‘ওকিউ ট্রেডিং লিমিটেড’ এসব কার্গো সরবরাহ করবে।

মঙ্গলবার (০১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে এ সংক্রান্ত একটি খসড়া ক্রয় চুক্তি অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে চুক্তির খসড়া ছাড়া সার আমদানির তিনটি প্রস্তাবসহ ৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৯৫ কোটি ১২ লাখ টাকা।
এছাড়াও বৈঠকে ইতোপূর্বে ক্রয় কমিটিতে অনুমোদিত ছয়টি ক্রয় চুক্তির চুক্তিমূল্য সংশোধনের (ভেরিয়েশন) ছয়টি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তিমূল্য সংশোধনের ছয়টি প্রস্তাবেই ব্যয় বাড়ানো হয়েছে এবং মোট ব্যয় বেড়েছে ৩২৯ কোটি ৬৬ লাখ টাকা। সব মিলিয়ে ১৪টি প্রস্তাবে মোট ব্যয় দাঁড়াচ্ছে ১ হাজার ৮২৪ কোটি ৭৮ লাখ টাকা।

বিজ্ঞাপন

বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে বিসিআইসি’র জন্য সংযুক্ত আরব আমিরাতের ‘ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড’ থেকে ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৩৮৫.৫০ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৪১ কোটি ৯ লাখ টাকা।

বৈঠকে বিএডিসি’র জন্য রাষ্ট্রীয় চুক্তির আওতায় চীন ও সৌদি আরব থেকে মোট ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির দুটি পৃথক চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৭২৯.২৫ ডলার দরে চীন থেকে ১ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় এতে হবে প্রায় ৩৫৮ কোটি ২১ লাখ টাকা। বনায়ন ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড-এর মাধ্যমে এ সার আমদানি করা হবে।
অবশিষ্ট ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনা হবে ৭ম লটের আওতায় সৌদি আরব এর মা’এডেন থেকে। প্রতি মেট্রিক টন ৭১৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় ব্যয় এতে হবে প্রায় ৩৫১ কোটি ২১ লাখ টাকা।

বৈঠকে খুলনার ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ (জেড-৭৬০২) এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী (জেড-৭৬১৭) মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ ডব্লিউপি-০৪ এর আওতায় পূর্ত কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে ‘মো. মইনুদ্দিন (বাশি) লিমিটেড’। এতে ব্যয় হবে ১০১ কোটি ৩১ লাখ টাকা।

বৈঠকে বন্যা মোকাবেলায় সহনীয় অবকাঠামো ও আশ্রয় কেন্দ্র হিসেবে রংপুরে ২৩টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (রিভার) প্রকল্পের একটি প্যাকেজ (প্যাকেজ নং এনডব্লিউ-০৩এ) কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ১৮৪ কোটি টাকা।

বৈঠকে ‍দুটি পৃথক প্রস্তাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) বাড়ানো শীর্ষক প্রকল্পের ডব্লিউ-১ প্যাকেজের দুটি লটের (লট ১ ও ২) কাজ সম্পাদনে দুই ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে দুটি লটেরই কাজটি করবে ‘আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড’। এতে লট-১-এ ব্যয় হবে প্রায় ১২৩ কোটি ৩ লাখ টাকা এবং
লট-২-এ ব্যয় হবে ১১৬ কোটি ৬৭ লাখ টাকা।

এছাড়া বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট-এর মাধ্যমে সারাদেশের চলমান কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে প্যাকেজ জি-জিডি-১ এর আওতায় ২২ ধরনের ওষুধ সম্বলিত ৪৯ হাজার ২৫৬ কার্টন ওষুধ ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি বরাদ্দ থেকে এ ওষুধ কেনা হবে। রাষ্ট্রায়ত্ত ‘এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড’ থেকে এসব ওষুধ কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ১১৯ কোটি ৬০ লাখ টাকা।

উল্লেখ্য, বৈঠকে অনুমোদিত ছয়টি ভেরিয়েশন প্রস্তাবের মধ্যে ৫টি প্রস্তাবই হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিআইডব্লিউটিসি’র জন্য ৩৫টি বাণিজ্যিক জলযান ও ৮টি সহায়ক জলযান এবং ২টি নতুন স্লিপওয়ে নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় সংগৃহীত বিভিন্ন উপকরণের চুক্তিমূল্য সংশোধন। এ পাঁচটি পৃথক প্রস্তাবে মোট ব্যয় বাড়ছে ৩২৭ কোটি ৬১ লাখ টাকা।

সারাবাংলা/আরএস

এলএনজি কার্গো আমদানি চুক্তির খসড়া অনুমোদন ক্রয় কমিটি সার আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর