Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: ৩৬ দিনের কর্মসূচি শুরু আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৩:৪১ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১৩:৫০

ঢাকা: গত বছরের ১ জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির, তবে গুরুত্বপূর্ণ ইতিহাসের সূচনা হয়েছিল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেদিন আকস্মিকভাবে রূপ নেয় একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে, যা ক্রমে পরিণত হয় ‘জুলাই গণঅভ্যুত্থানে’। আন্দোলনের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়েন তিনি, যার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক যুগের সূচনা ঘটে।

আজ এই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তিতে দেশের রাজনীতিতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও জাগপা—সবাই নিজেদের রাজনৈতিক অবস্থান জানান দিতে ৩৬ দিনের পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচি চলবে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের কর্মসূচি

বর্ষপূর্তির অংশ হিসেবে আজ (১ জুলাই) থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আজ দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ উপাসনালয়গুলোতে শহিদদের স্মরণে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। শুরু হচ্ছে ‘জুলাই হত্যাযজ্ঞের’ খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিও, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। শহিদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তিও চালু করা হবে। এ ছাড়া প্রকাশ করা হবে ‘জুলাই ক্যালেন্ডার’।

বিএনপির কর্মসূচি

‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি দেশজুড়ে ৩৬ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। এতে রয়েছে বিজয় মিছিল, মৌন মিছিল, আলোচনা সভা, ছাত্র সমাবেশ, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান এবং ডেঙ্গু-করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি।

প্রথমদিন রাতেই ছাত্রদলের উদ্যোগে শহিদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। আজ (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’। এতে শহিদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হবে। ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এনসিপির কর্মসূচি

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তিকে কেন্দ্র করে আজ থেকে শুরু হয়েছে এনসিপির ‘জুলাই পদযাত্রা’। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ পদযাত্রার সূচনা হয়েছে।

এ ছাড়া ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও দলের ইশতেহার পাঠ অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ এবং ৫ আগস্ট উদযাপিত হবে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে।

জামায়াতে ইসলামীর কর্মসূচি

৩৬ দিনের পৃথক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামিও। আজ (১ জুলাই) দেশব্যাপী গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে শুরু হয়েছে তাদের কর্মসূচি। ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং ৫ আগস্ট দেশজুড়ে গণমিছিল কর্মসূচি পালন করবে দলটি।

জাতীয় গণতান্ত্রিক পার্টি’র (জাগপা) কর্মসূচি

ছাত্র-জনতার পক্ষে সোচ্চার দল জাগপা বর্ষপূর্তিকে কেন্দ্র করে বেশ আক্রমণাত্মক কর্মসূচি নিয়েছে। আজ ১ জুলাই শহিদদের স্মরণে এবং ৩১ জুলাই আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি। আগামী ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং তাকে ফেরত চাওয়ার দাবিতে। এর পাশাপাশি ৫ আগস্ট পালিত হবে ‘বাংলাদেশের নাজাত দিবস’ হিসেবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচি

১ জুলাই থেকে ছাত্রশিবিরের উদ্যোগে সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন। শহিদদের কবর জিয়ারত, শহিদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা আয়োজন করা হবে। শাখাভিত্তিক জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই দ্রোহ’ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন হবে।”

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজনসহ জুলাই গ্রাফিতি অংকন থাকবে তাদের আয়োজনে। জুলাইয়ের গল্প ও স্মৃতি বলা, স্মৃতিলিখন, বক্তব্য, রচনা, বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতা ও থাকবে জুলাই মাস জুড়ে।

এছাড়া, শহিদদের নামে পাঠাগার প্রতিষ্ঠা, শহিদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী নিয়ে ‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজনের কথাও জানিয়েছেন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাদ্দাম।

জুলাইয়ের ওপর সাহিত্য সাময়িকী ও বিশেষ সংখ্যা প্রকাশ, জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন ও প্রদর্শনী থাকবে। এর পাশাপাশি ‘Think Back to 36 July’ শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইনও করবে ছাত্রশিবির।

সারাবাংলা/এফএন/ইআ

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর