Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলনে ভোট কারচুপির অভিযোগে কার্যালয় ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৫:১৬

জেলা বিএনপি কার্যালয় ঘেরাও করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা।

কুষ্টিয়া: কুষ্টিয়া পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে ভোট কারচুপির অভিযোগে জেলা বিএনপি কার্যালয় ঘেরাও করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা।

পরাজিত সভাপতি প্রার্থী আখতারুজ্জামান কাজল মাজমাদারের সমর্থকরা মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের ইসলামিয়া কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা কোর্ট স্টেশন এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করেন।
নির্বাচনের ফলাফল বাতিল ও জেলা বিএনপির আহবায়ক কমিটি ভেঙে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় এসব প্লে কার্ড হাতে নিয়ে ও কাফনের কাপড় গায়ে জড়িয়ে এ কর্মসূচিতে অংশ নেন তারা।

এ সময় পৌর বিএনপির কাউন্সিলে ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল আখতারুজ্জামান কাজল মাজমাদার বলেন, আগে থেকেই এই নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মনে সংশয় ছিল। তবুও দলের ঐক্যের স্বার্থে আমরা নির্বাচনের অংশ নিয়েছিলাম।
কিন্তু আমাদের আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন সম্পন্ন করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এই অনিয়ম ও ত্রুটিপূর্ণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং পুনরায় নির্বাচনের দাবি করছি। এ সময় জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতারা এ কর্মসূচিতে অংশ নেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

অভিযোগ কার্যালয় ঘেরাও পৌর বিএনপির সম্মেলন ভোট কারচুপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর