Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান থেকে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১৮:২৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে ইরানের রাজধানী তেহরানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে প্রথম দফায় ২৮ জন দেশে এসে পৌঁছেছেন। ফিরে আসাদের বেশিরভাগই চিকিৎসা নিতে যাওয়া রোগী, নারী ও শিশু।

মঙ্গলবার (১ জুলাই) পাকিস্তান ও দুবাই হয়ে সকাল সাড়ে ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন তারা।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ইরান থেকে দুবাই হয়ে ২৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গত সোমবার তারা পাকিস্তানের করাচি থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেন। সেখান থেকে বিমানযোগে ঢাকায় আসেন।

জানা যায়, ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে তেহরান থেকে প্রথম দফায় গত ২৫ জুন সড়ক পথে ২৮ জন বাংলাদেশি রওয়ানা দেন। এদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী। তারা তেহরান থেকে সড়ক পথে বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

এদিকে, ইরান থেকে দেশে ফেরার জন্য ইতোমধ্যেই ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিকে ধাপে ধাপে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল সরকারের। তবে সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে। আর ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে নিজ উদ্যোগেই বাংলাদেশিরা ফিরতে পারবেন।

জানা গেছে, ইরানে মোট দুই হাজারের মতো বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন ৪০০ জনের মতো। বাকিরা দেশের বিভিন্ন স্থানে থাকেন। তাদের মধ্যে অনেকেই ইরানের মেয়েদের বিয়ে করে সেখানে বসবাস করছেন। মৎস আহরণসহ নানা কাজের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করেন তারা।

সারাবাংলা/একে/এসডব্লিউ

ইরান বাংলাদেশ ফেরত