Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বিশেষায়িত কমিটি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ঢাবি করেস্পন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৫:৪৪

কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ঢাকা: নব পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংহত ও সংগঠিত করার লক্ষ্যে তিনটি বিশেষায়িত কমিটি গঠন করেছে।

বুধবার (১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কমিটি ঘোষণা করেন প্লাটফর্মটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন প্লাটফর্মের নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইনাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশাসহ অনেকেই।

১. লিঁয়াজো কমিটি :

জুলাই গণ-অভ্যুত্থানের সকল অংশীজন, সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি, রাজনৈতিক দল, ছাত্রসংগঠন সমূহ ও জুলাই ভিত্তিক গড়ে ওঠা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে এই কমিটি জাতীয় ঐক্য গঠন করার লক্ষ্যে কাজ করবে। কমিটির প্রধান থাকবেন সংগঠনের সভাপতি।

বিজ্ঞাপন

২. আর্থিক স্বচ্ছতা কমিটি :

নব পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হবে। উক্ত কমিটির প্রধান থাকবেন, সাধারণ সম্পাদক। উক্ত কমিটি ১৫ কার্যদিবসের ভেতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে। উল্লেখ্য, তদন্ত চলাকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

৩. জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি :

পুরো জুলাই মাস ব্যাপী জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শহিদদের স্মরণে শোক এবং ফ্যাসিস্ট পলায়নের আনন্দ উদযাপন করার সকল কার্যক্রম বাস্তবায়ন করবে এই কমিটি। কমিটির প্রধান থাকবেন সাংগঠনিক সম্পাদক।

সারাবাংলা/কেকে/এসডব্লিউ

বিশেষায়িত কমিটি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর