Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে কৃষককে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৬:১৮

মানববন্ধনে ওবা‌য়দু‌রের পরিবার ও এলাকাবাসী অংশ নেন।

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়ার গাড়াকোলা গ্রামের কৃষক ওবায়দুল রহমানকে বিষ প্রয়োগ ও গলাকেটে হত্যাচেষ্টাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) গাড়াকোলা গ্রামবাসী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে রাজবাড়ী প্রেসক্লা‌বের সামনে এই মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মানববন্ধনে আহত কৃষক ওবা‌য়দু‌রের মেয়ে সেজু‌তি, ছেলে খা‌লিদ এবং চাচা‌তো ভাই ম‌নিরুল ইসলাম বক্তব্য দেন। মানববন্ধনে ওবা‌য়দু‌রের পরিবার ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বক্তারা জানান, ওবা‌য়দু‌রের স্ত্রী পলি বেগম পাঁচ মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান। পলির ভাই বাবর গত ২৭ জুন রাতে ওবায়দুল রহমানকে তার শ্বশুরবাড়ি ডে‌কে নি‌য়ে যান স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। ওবায়দুল শ্বশুরবাড়ি গেলে তার স্ত্রী, শ‌্যালক, স্ত্রীর বোন, তার জামাই এবং শ্বশুর একত্রিত হ‌য়ে তার মুখের মধ্যে বিষ ঢেলে দেন এবং গলা কে‌টে হত‌্যাচেষ্টা ক‌রেন। ওবায়দুলের চিৎকারে স্থানীয়রা এগি‌য়ে আস‌লে হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চ‌লে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তা‌কে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করা হয়। তার গলায় ১৭‌টি সেলাই লেগেছে।

বিজ্ঞাপন

এই ঘটনার পর ওইদিন বা‌লিয়াকা‌ন্দি থানায় স্ত্রী প‌লি বেগম, শ‌্যালক মো. মুছা মণ্ডল ও মো. হারুন মণ্ডল, স্ত্রীর বড় বোন মোছা. নাজমুন নাহার ওর‌ফে আসমানী, বোন জামাই মো. বাবর আলী এবং শ্বশুর মো. আবুল কালাম আজাদকে আসামি ক‌রে একটি মামলা করা হয়। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি বলে মানববন্ধনকারীরা অভিযোগ করেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মানববন্ধন শেষে তারা এক‌টি বি‌ক্ষোভ মিছিল নি‌য়ে রাজবাড়ী জেলা প্রশাস‌ক ও পুলিশ সুপারের মাধ‌্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারক‌লি‌পি পেশ ক‌রেন।

সারাবাংলা/এইচআই

মানববন্ধন রাজবাড়ী হত্যাচেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর