Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাপিটাল মার্কেট জার্নালিজম অ্যাওয়ার্ডস বাস্তবায়নে ৬ সদস্যের জুরি বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১৮:১৪

জুরি বোর্ডের সদস্যরা। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: প্রথমবারের মতো ক্যাপিটাল মার্কেট জার্নালিজম অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫ চালু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ৬ সদস্যের জুরি বোর্ড গঠন করেছে সংস্থাটি। বিএসইসির গঠিত জুরি বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন সারাবাংলা ডটনেটের হেড অব নিউজ ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) প্রেসিডেন্ট এস এম গোলাম সামদানী ভূঁইয়া।

সোমবার (৩০ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম সই করা (বিএসইসি) এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

জুরি বোর্ডের সদস্যরা হলেন— বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট এস এম গোলাম সামদানী ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মোর্শেদ ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের ফ্যাকাল্টি গ্রেড-৪ রিজভী আহমেদ।

পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে সাংবাদিকদের অ্যাওয়ার্ডস এবং ফেলোশিপ প্রদানের সিদ্ধান্ত নেয় বিএসইসি। এ লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ নামের এই প্রোগ্রামে আবেদন আহ্বান করে নিয়ন্ত্রক সংস্থাটি। ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে নীতিমালাটি কার্যকরা হয়। এই উদ্যোগের মাধ্যমে বিএসইসি পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকতায় দায়িত্বশীলতা, নৈতিকতা ও সততাকে উৎসাহিত করতে চায়। যা দেশের পুঁজিবাজার ও সর্বোপরি অর্থনীতির গতিশীলতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। বিএসইসির ফেলোশিপটি সাংবাদিকদেরে বৈশ্বিক আর্থিক বাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সুযোগ দিবে।

অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রামের জন্য গত মাসের ১৬ জুন থেকে আগামী ১৭ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন আহ্বান করা হয়েছে। প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন এই তিন ক্যাটাগরিতে দেওয়া হবে এই পুরস্কার। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরির জন্য ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ ও একটি ক্রেস্ট এবং অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট প্রদান করা হবে।

এ ছাড়াও বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফেলোশিপের আওতায় থাকছে ৫ লাখ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ ও ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের একটি ফেলোশিপ। অ্যাওয়ার্ডস প্রাপ্তদের সরাসরি নগদ অর্থ প্রদান ও ফেলোশিপের জন্য নির্বাচিতদের বিদেশে উচচতর ডিগ্রি বা কোর্স সম্পন্ন করার জন্য অর্থ প্রদান করা হবে। অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ অর্থমূল্য সময়ে সময়ে কমিশন কর্তৃক পরিবর্তিত হতে পারে।

অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপের যোগ্যতা: বাংলাদেশ সরকার কতৃক নিবন্ধিত ও বাংলাদেশি মালিকাধীন পত্রিকা, অনলাইন সংবাদ মাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়াতে পুঁজিবাজার নিয়ে নিয়মিত রিপোটিং করেন এমন সাংবাদিকরা আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের নিয়মিত সদস্যরা শুধুমাত্র ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপের জন্য সর্বনিম্ন ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। ফেলোশিপের আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। অ্যাওয়ার্ডসের জন্য পূর্বে প্রকাশিত বা প্রচারিত সংবাদের জন্য আবেদন করতে পারবে। একজন আবেদনকারী একসঙ্গে অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন না। একজন আবেদনকারী সর্বোচ্চ একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী সর্বোচ্চ ৩টি প্রতিবেদন জমা দিতে পারবেন। একজন ফেলোশিপ বিজয়ী পরবর্তী ফেলোশিপের জন্য বিবেচিত হবেন না। একজন অ্যাওয়ার্ডস বিজয়ী পরবর্তী অ্যাওয়ার্ডসের জন্য বিবেচিত হবেন না।

আবেদনের সঙ্গে আবেদনকারীকে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। এ ছাড়া আবেদনকারীকে কর্মরত প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান বা সম্পাদক কর্তৃক অভিজ্ঞতার সনদ প্রদান করতে হবে।

আবেদনগুলো বিএসইসির নিবার্হী পরিচালক কমিটি পর্যালোচনা করে সুপারিশ সহকারে জুরি বোর্ডে পাঠাবেন। ৬ সদস্যের জুরি বোর্ড আবেদনকারীদের তথ্য ও প্রস্তাব মূল্যায়ন করবেন। তারা বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি ও বিনিয়োগকারীদের সুরক্ষায় প্রতিবেদনটির প্রাসঙ্গিকতা ও তাৎপর্য, বিশ্লেষণের গভীরতা, মৌলিকতা ও অনুসন্ধানী গুণগান এবং নৈতিকতা ও সততার নিরিখে প্রার্থী নির্বাচন করবেন।

সারাবাংলা/একে/এইচআই

অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ক্যাপিটাল মার্কেট জুরি বোর্ড বিএসইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর