Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভা চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৭:০৯ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১৭:১৪

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিএনপির আলোচনা সভা চলছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় এই সভা শুরু হয়েছে।

লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচি উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে গুলশানের বাসভবন ফিরোজা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে গুম, খুন ও শহিদ পরিবারের সদস্যরা বক্তব্য দিচ্ছেন। ৬৩ জেলায় জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের যে ৭৩৪ জন শহিদ হন তাদের আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানো হয়েছে আজকের সভায়। তারাই মূলত অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দিচ্ছেন। এদের মধ্যে জুলাই শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যরাও রয়েছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, নগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

আলোচনা সভা জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লবের এক বছর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর