রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজে ‘শহীদ মামুন ছাত্রাবাস’ নামে একটি নতুন ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে ছাত্রাবাসটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. আতিকুজ্জামান। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, ‘রক্তক্ষয়ী জুলাই আন্দোলনে আমরা সরাসরি কিছু করতে পারিনি, তবে শহীদ মামুনের নামে এই ছাত্রাবাস নির্মাণ করে আমরা তার স্মৃতিকে সম্মান জানাতে পেরেছি। আশা করি এটি আগামী প্রজন্মকে আন্দোলনের ইতিহাস স্মরণ করাবে।’
অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমেদ বলেন, ‘সরকার শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে এই ছাত্রাবাস নির্মাণ করেছে। আমাদের প্রত্যাশা, এখানকার শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করে নিজেদের পাশাপাশি কলেজের মর্যাদা বৃদ্ধি করবে।’
প্রসঙ্গত, শহীদ মামুন জুলাই ছাত্র আন্দোলনের সরকারি তিতুমীর কলেজের একমাত্র শহীদ। শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি প্রাণ উৎসর্গ করেন। তার আত্মত্যাগ ও আদর্শকে সম্মান জানিয়ে এই ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে ‘শহীদ মামুন ছাত্রাবাস’।