ঢাবি: জুলাই অভ্যুত্থানের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় নেতাকর্মীদের জুলাই স্মরণে নানা স্লোগান দিতে দেখা যায়।
শ্রদ্ধা নিবেদন শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ‘১৯৭১ সালের পর এদেশে ছাত্র-জনতার সবচেয়ে বড় আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান। পরাজিত ফ্যাসিস্টটা বসে নেই উল্লেখ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে তারা। তাদের সমস্ত অপতৎপরতা রুখে দিয়ে গণঅভ্যুত্থান সফল করতে হবে।’
তিনি বলেন, আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালানোর চেষ্টা করছে, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, এক্ষেত্রে মব সৃষ্টির কোন সুযোগ নেই। মবের সুযোগ নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
তিনি আরও বলেন, সংস্কার করে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। গণহত্যার বিচার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। দেশ গঠনে একাত্তর, জুলাইসহ সকল আত্মত্যাগকারীদের স্মরণে রাখতে হবে।