Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১৮:৩৮

‎ঢাকা: ৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

‎মঙ্গলবার (১ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টায়।

‎এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ এবং টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ প্রকাশ করা হবে।

‎পরীক্ষার ধরন ও পরীক্ষার নম্বরের বিষয়ে পিএসসির এক কর্মকর্তা বলেন, ৪৮তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরসহ মোট ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

‎প্রসঙ্গত, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে ৩০০ জন।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এনজে

পরীক্ষা বিসিএস প্রিলিমিনারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর