Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্লট বরাদ্দে অনিয়ম
শেখ হাসিনাসহ ২৩ জনকে হাজিরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৮:৫৭

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: প্লট বরাদ্দে অনিয়মের পৃথক পাঁচ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করা হয়েছে।

উল্লেখযোগ্য অন্যরা হলেন- শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ও রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

বিজ্ঞাপন

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, ‘প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলার আজ তারিখ ধার্য ছিল। এক মামলায় গত ১৭ জুন গেজেট প্রকাশের নির্দেশ হয়। তবে গেজেট প্রকাশিত হয়নি। অন্য পাঁচ মামলার ২৩ আসামি পলাতক মর্মে প্রতিবেদন এসেছে।’

এদিন আসামিদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের আবেদন করেন দুদকের আইনজীবী। পরে বিজি প্রেসের মাধ্যমে আসামিদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। এ ছাড়া ছয় মামলারই প্রতিবেদন দাখিলের জন্য ২০ জুলাই ঠিক করেন।

সারাবাংলা/আরএম/এইচআই

প্লট বরাদ্দে অনিয়ম শেখ রেহানা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর