Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির অনুষ্ঠানে জামায়াত নেতা, খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে থাকার প্রতিশ্রুতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৯:১০ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১৯:৩৬

বিএনপির আয়োজিত আলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। ছবি: সারাবাংলা

ঢাকা: পিআর পদ্ধতিসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক মতভেদ থাকলেও বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজন করে ‘জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গঠিত উদযাপন কমিটি।’

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে গিয়ে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ওই সমাবেশ মাওলানা আব্দুল হালিমও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ওই মহাসমাবেশের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষ নেতারা জামায়াত এবং ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের তীব্র সমালোচনা করেন। এমনকি আজকের অনুষ্ঠানেও বিএনপি জোটের শীর্ষ নেতারা জামায়াত এবং ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে আকার ইঙ্গিতে সমালোচনা তীর ছুড়ে দেন এমন আলোচনা সমালোচনার মধ্যেই বিকেল সাড়ে ৬টায় বক্তব্য দিতে মঞ্চে আসেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এ সময় তিনি বলেন, ‘২০২৪ সালে ছাত্র-জনতার বিপ্লব বাংলাদেশের মানুষের জন্য মুক্তির সনদ নিয়ে এসেছে। এই বিপ্লবে বিএনপির অনেক অবদান রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক অবদান রয়েছে। সকল রাজনৈতিক দলের অবদান রয়েছে।’

‘এখানে যারা উপস্থিত আছেন, সকল দলের নেতা-কর্মীরা জেল খেটেছেন, গুমের শিকার হয়েছেন। পরিসংখ্যানের দিক থেকে বিএনপি গুমের শিকার হয়েছেন বেশি। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা গুমের শিকার হয়েছেন। ছাত্র-জনতার বিপ্লবের বর্ষপূর্তি পালন করতে এসে আমরা মনে করি ফ্যাসিস্টদের বিদায় হয়েছে, কিন্তু, ফ্যাসিবাদের বিদায় হয়নি। আমরা সব সময় জাতীয় ঐক্যে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ২০ বছর আন্দোলন করেছিলাম ভবিষ্যতে জাতির স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে ঐকবদ্ধ আন্দোলনে আমরা থাকব’— বলেন আব্দুল হালিম।

সারাবাংলা/এজেড/এনজে

খালেদা জিয়া জামায়াত নেতা জুলাই বিপ্লবের এক বছর বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর