Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা প্রোফাইল লাল করেছিল আওয়ামী লীগ ফিরলে তাদের লাল করে ফেলবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৯:২১

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

ঢাকা: জুলাই আন্দোলনের সময় যারা ফেসবুক প্রোফাইল লাল করেছিল, আওয়ামী লীগ ফিরলে তাদের জীবন লাল বানিয়ে ফেলবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এ সতর্কতা বাণী উচ্চারণ করেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপি এ ‘বিশেষ’ আলোচনা সভা আয়োজন করে।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, মতভিন্নতা, মতভেদ থাকতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু, একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর সেটা হল— আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই আর রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না।’

বিজ্ঞাপন

‘আমার এ কথাটা হয়ত অনেকেই গণতান্ত্রিক মনে করবেন না। কিন্তু, সবাইকে মনে রাখতে হবে যে চার কোটি মানুষ জুলাই আন্দোলনের সময় ফেসবুক প্রোফাইল লাল করেছিল, আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, ভিডিও দেখে দেখে তাদের সবাইকে খুঁজে বের করে, তার জীবন লাল বানিয়ে ফেলবে। ৪ কোটি মায়ের কোল তারা খালি করে দেবে। সুতরাং কোনো অস্থাতেই আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না’— বলেন আন্দালিব রহমান পার্থ।

বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন খালেদা জিয়া। অনুষ্ঠান উদ্বোধন করেছেন তারেক রহমান। সভাপতিত্ব করছেন রুহুল কবির রিজভী।

আলোচনা সভায় বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের পাশাপাশি গুম-খুনের শিকার শহিদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

সারাবাংলা/এজেড/এইচআই

আওয়ামী লীগ গণঅভ্যুত্থান ২০২৪ জুলাই আন্দোলন জুলাই বিপ্লবের এক বছর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর