ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে দেশজুড়ে ছোড়া হয় ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি। শুধু ঢাকাতেই ৯৫ হাজার ৩১৩ রাউন্ড গুলি ছোড়েন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (১ জুলাই) মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে এ সব তথ্য ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন দমনে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ হুকুম বাস্তবায়ন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।’
তাজুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার নীতি অনুযায়ী পুলিশসহ সংশ্লিষ্টরা চেইন অব কমান্ড মেনে ৫৬ হাজার বর্গমাইলজুড়ে তথা সারাদেশ গণহত্যা চালানো হয়েছে। সিস্টেমেটিকভাবে এসব অপরাধ সংঘটিত হয়েছে। তাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে।’
এদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে প্রসিকিউশন। পরবর্তী শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।