Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ২০:৩৬ | আপডেট: ১ জুলাই ২০২৫ ২০:৩৯

প্রতীকী ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ি এলাকায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর গুলকীবাড়ি এলাকায় একটি বাসায় মেয়েকে নিয়ে সাবলেট ভাড়া থাকতেন রওশন আক্তার (৪২)। তার বাবার বাড়ি নেত্রোকোনা সদরের রাজুর বাজার এলাকায়। পারিবারিক কলহে তিন মাস আগে স্বামী-স্ত্রী মধ্যে ছাড়াছাড়ি হয়। আজ ভোরে রওশন আক্তার যে বাসায় ভাড়া থাকেন সে বাসায় ঢুকে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে রাকিবুল। মাকে ছুরিকাঘাত করতে দেখে ছোট মেয়ে রোজা আক্তার ভয়ে পেয়ে অন্য একটি ঘরে আশ্রয় নেয়। রওশন আক্তারকে হত্যার পর রাকিবুল নিজে বাসার অপর একটি ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

অভিযোগ স্ত্রীকে হত্যা স্বামীর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর