ঢাকা: মবের সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহিদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে জুলাই শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, ‘পরাজিত ফ্যাসিস্টরা বসে নেই। তারা বিভিন্নভাবে গণঅভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। মানুষকে নানাবিধভাবে ভয়ভীতি দেখিয়ে, আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে, তারা নানাবিধ কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, এ ক্ষেত্রে মব সৃষ্টির কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ‘গতকাল রাতে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এর আগে এনসিপি কার্যালয়ের সামনেও ককটেল ফোটানো হয়েছে। এভাবে তারা জুলাই মাসব্যপী হয়তো আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করার চক্রান্ত হাতে নিয়েছে। অবিলম্বে এ ধরনের অপকর্ম যারা চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এরা কারা, সুস্পষ্ট প্রমাণসহ তাদের পরিচয় স্পষ্ট করে আইনের আওতায় আনতে হবে।’
জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশে ১৯৭১ সালের পরে সবচেয়ে বড় অভ্যুত্থান, জনগণের জুলাই-২৪ এর অভ্যুত্থান এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩৬ দিনব্যাপী আমাদের নানা কর্মসূচি চলবে। তার অংশ হিসেবে আজ পহেলা জুলাই আমরা শহিদ মিনারে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আমাদের এই কর্মসূচি চলবে এবং কোনো রকমের ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। ৩৬ দিনের কর্মসূচি ৩৬ দিন পর্যন্তই চলবে।’
এ সময় নেতাকর্মীদের জুলাই শহিদদের স্মরণে নানা স্লোগান দিতে দেখা যায়।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির নেতৃত্বে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায়, কেন্দ্রীয় সদস্য অপরাজিতা চন্দ, আলিফ দেওয়ানসহ দলের নেতাকর্মীরা।