Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক প্রকল্পের ৫ ক্রয় প্রস্তাবে ৩২৭ কোটি টাকা ব্যয় বৃদ্ধি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ২০:৪৩ | আপডেট: ১ জুলাই ২০২৫ ২০:৪৫

নৌ-পরিবহন মন্ত্রণালয়

ঢাকা: মঙ্গলবার (০১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এর বৈঠকে ইতোপূর্বে সম্পাদিত ছয়টি ক্রয়চুক্তির চুক্তি মূল্যের পৃথক পৃথক ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি প্রস্তাবই হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘বিআইডব্লিউটিসি’র জন্য ৩৫টি বাণিজ্যিক জলযান ও ৮টি সহায়ক জলযান এবং ২টি নতুন স্লিপওয়ে নির্মাণ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতাধীন বিভিন্ন ক্রয়/নির্মাণ প্রস্তাব।

পর্যালোচনায় দেখা যায়, ছয় প্রস্তাবের বিপরীতে মোট ব্যয় বেড়েছে ৩২৯ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ৫ ভেরিয়েশন প্রস্তাবে ব্যয় বেড়েছে ৩২৭ কোটি ৬১ লাখ টাকা।

বিজ্ঞাপন

ব্যয় বাড়ানো ক্রয় প্রস্তাবগুলোর মূল চুক্তিমূল্য ইতোপূর্বে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছিল।

প্রকল্পের আওতায় ৬টি ইম্প্রুভ কে-টাইপ ফেরি ক্রয়ে ৪২ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা; ৩টি প্যাসেঞ্জার ক্রজ ভেসেল নির্মাণে ১০০ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা; ৪টি কোস্টাল প্যাসেঞ্জার ভেসেল নির্মাণে ৯৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা; ৬টি ইম্প্রুভড ইউটিলিটি টাইপ ফেরি খাতে ৩৬ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার টাকা এবং ৩টি মডার্ন ইনল্যান্ড প্যাসেঞ্জার ভেসেল নির্মাণে ৫৪ কোটি ৬১ লাখ ১ হাজার টাকা ব্যয় বাড়ানো হয়েছে।

এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট এনহ্যান্স প্রজেক্ট (কমপোন্যান্ট-১)’ লট-২ এর নির্মাণ কাজে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২ কোটি ৪ লাখ ৬৩ হাজার টাকা ব্যয় বেড়েছে।

সারাবাংলা/আরএস

নৌ-পরিবহন মন্ত্রণালয়