ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন কোনো দফতর বা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষক-কর্মচারী অনুমোদনহীনভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের তথ্য চেয়ে নির্দেশনা জারি করেছে মাউশি।
মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন সই করা চিঠিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন কোনো দফতর/সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফৌজদারী অথবা অন্য কোনো মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার/হাজতবাস হলে এবং অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের যাবতীয় তথ্যাদি (গ্রেফতার ও কর্মস্থলে অনুপস্থিতির তারিখ উল্লেখসহ) তাৎক্ষণিকভাবে অত্র অধিদফতরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
চিঠিটি মাউশির পরিচালক, সকল আঞ্চলিক কার্যালয়, এইচএসটিটিআই (সকল); অধ্যক্ষ, সরকারি কলেজ/সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (সকল); উপপরিচালক, বিদ্যালয় ও পরিদর্শন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, (সকল অঞ্চল); জেলা শিক্ষা অফিসার (সকল জেলা); প্রধান শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয় (সকল); উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সকল) কাছে পাঠানো হয়েছে।
এই নির্দেশনার ফলে শিক্ষকদের মধ্যে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রবণতা হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এই ঠিকানায় প্রেস বিজ্ঞপ্তির বিস্তারিত জানা যাবে।