Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক এহসান মাহমুদকে নিয়ে মিথ্যাচার হচ্ছে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ২১:৫৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংবাদিক এহসান মাহমুদ। ছবি: সংগৃহীত

ঢাকা: সাংবাদিক ও লেখক এহসান মাহমুদকে নিয়ে মিথ্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ও লেখক এহসান মাহমুদকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।’

তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারের আমলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০২৩ সালের জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের চাপে চাকরিচ্যুত হয়েছিলেন এহসান মাহমুদ। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নির্যাতনের মুখে পড়লে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলাম আমি ব্যক্তিগতভাবে। সেই সময় সুইডেনভিত্তিক সংবাদ সংস্থা নেত্র নিউজ এহসান মাহমুদকে চাকরি দিয়ে এবং নিরাপত্তার নিশ্চয়তা দিলে তখন তাকে দেশান্তরী হতে হয়নি।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলামী আলমগীর বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনের পূর্বেও গণতান্ত্রিক লড়াইয়ে, রাজপথে উপস্থিত থাকার পাশাপাশি সভা সেমিনারের আয়োজনের উদ্যোক্তাও ছিল এহসান মাহমুদ। এহসান মাহমুদ জুলাই আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে লেখালেখি ও রাজপথে সোচ্চার ছিলেন। তার বিরুদ্ধে পরিকল্পিত এই প্রচারণার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

উল্লেখ্য, মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় উপস্থাপকের দায়িত্ব পালন করতে গেলে বিএনপি বিটের কিছু সাংবাদিকের আপত্তির কারণে তাকে সরিয়ে দেওয়া হয়। বিএনপি বিটের সাংবাদিকরা তাকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত করেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

জুলাই বিপ্লবের এক বছর টপ নিউজ মিথ্যাচার মির্জা ফখরুল সাংবাদিক এহসান মাহমুদ হচ্ছে