ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিসংলগ্ন ডাস চত্বর এলাকায় এক রিকশাচালক মারা গেছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলের দিকে ডাসের কাছে যাত্রী ছাউনির পাশে তাকে নিজ রিকশায় মৃত অবস্থায় পান পথচারীরা।
তার লাশটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে হেফাজতে নেন। রাত সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
রিকশাচালকের এই ঘটনাটি তুলে ধরে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নিজ ফেসবুক আইডিতে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বিপরীতে একজন রিক্সাচালক রিক্সার মধ্যে বসে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। উনার পরিচয় খুজে পাওয়া যাচ্ছে না। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটা শেয়ার করে পরিচয় খুজে পেতে সহযোগিতা করবেন।’