Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগাম জামিনে বিচারপ্রার্থীদের অনলাইনে উপস্থিতি চেয়ে আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ২২:৩৩

ঢাকা: আগাম জামিন মামলায় সিসিটিভি বা অনলাইনের মাধ্যমে বিচারপ্রার্থীদের উপস্থিতি শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, ৩০ জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ আবেদন করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান।

আবেদনে বলা হয়, প্রতিদিন সারাদেশ থেকে আগাম জামিন নিতে সুপ্রিম কোর্টে আসেন বিচারপ্রার্থীরা। ফলে ক্রিমিনাল মোশন বেঞ্চ এজলাসের সামনে বিচারপ্রার্থী আসামিদের উপচেপড়া ভিড় থাকে। একইসঙ্গে এজলাসের বাইরে অনেকে বসে বা শুয়ে থাকেন। এতে আদালত চত্বরে চলাফেরায় অসুবিধায় পড়েন আইনজীবীরা। এমনকি ক্রিমিনাল মোশন বেঞ্চে আগাম জামিন শুনানির সময় তাদের উপস্থিতিতে বিজ্ঞ আইনজীবীদের মামলা চালানোও দুরূহ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি সংরক্ষিত এলাকা। এখানে এজলাস প্রাঙ্গণে অধিক সংখ্যক বিচারপ্রার্থীর উপস্থিতিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়া দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। তাই আগাম জামিনের ক্ষেত্রে বিচারপ্রার্থীদের শনাক্ত করতে আদালত ভবনের বাইরে সড়ক ভবনের যেকোনো স্থানে সিসিটিভি বা অনলাইনের মাধ্যমে উপস্থিতির ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সুষ্ঠুভাবে বিচারকার্য পরিচালনা ও নিরাপত্তার স্বার্থে এ কাজ করলে এজলাস কক্ষের সামনে সমাগম থাকবে না। একইসঙ্গে সুপ্রিম কোর্টের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আকতারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর আগে এভাবে বিচারকাজ চালিয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। এমন পদ্ধতি চালু করায় তারা প্রশংসিত হয়েছেন।

সারাবাংলা/আরএম/এইচআই

আগাম জামিন বিচারপ্রার্থী সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর