চট্টগ্রাম ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বছরপূর্তি পালনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
মঙ্গলবার (১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় চত্বরে রক্তদানের আয়োজন করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং চট্টগ্রাম মহানগর বিএনপি যৌথভাবে এ কর্মসূচি সমন্বয় করবে।
১১ জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ জুলাই শহিদ ওয়াসিমের স্মরণে ছাত্র সমাবেশ, ১৮ জুলাই দোয়া মাহফিল, ২০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি, ২৭ জুলাই গ্রাফিতি অঙ্কন, ৩১ জুলাই মার্চ ফর জাস্টিস এবং ৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্র-জনতার বিজয় মিছিল হবে।