Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ২২:৫৩ | আপডেট: ১ জুলাই ২০২৫ ২২:৫৫

লালমার্চ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ।

ঢাকা: চলতি জুলাই মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকার ‘জুলাই সনদ’ ঘোষণা না করলে আগস্টের ৩ তারিখ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশে ‘জুলাইয়ের কফিন মার্চ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জুলাই সনদের দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি মুখে জুলাই জনতার লালমার্চ কর্মসূচি পালন করে সংগঠনটি।

শাহবাগ থেকে মিছিলটি বিকেল ৫টার দিকে কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানেই ৬টা পর্যন্ত অবস্থান করেন তারা। পরে ‘জুলাইয়ের কফিন মার্চ’ কর্মসূচি ঘোষণা দিয়ে তারা অবস্থান ত্যাগ করেন।

জুলাই মাসের মধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা না করলে আগস্টের ৩ তারিখ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘জুলাইয়ের কফিন মার্চ’ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। এ সময় পুরো জুলাই মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

জুলাই সনদ ঘোষণা না আসার পেছনে সরকারের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবকে দায়ী করে হাদী বলেন, ‘সরকার জুলাই সনদের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না, বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কোনো তৎপরতা দেখায়নি। জুলাইকে ধারণ করার কথা বললেও এ সকল সরকারের বিভিন্ন পদে বসে থাকা লোকেদের জুলাই আহতদের ও নিহতদের পরিবার নিয়ে কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমরা জুলাই সনদ আদায় না করে ক্ষ্যান্ত হবো না।’

সারাবাংলা/এফএন/এইচআই

ইনকিলাব মঞ্চ জুলাই গণঅভ্যুত্থান জুলাই সনদ সচিবালয় ঘেরাও