Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িচংয়ে নিখোঁজ নারীর মরদেহ সেপটিক ট্যাংকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ২৩:৪৩

প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর দক্ষিণগ্রাম এলাকায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ফেরদৌসী বেগম নয়ন (৫০) নামের এক নারীর বস্তাবন্দি মরদেহ টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) সকালে স্থানীয়রা সেপটিক ট্যাংকের ভেতরে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে বুড়িচং থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফেরদৌসী বেগম নয়ন সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী। গত শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে খুঁজে না পেয়ে বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

বিজ্ঞাপন

নিহতের ছেলে ইকরামুলসহ স্থানীয়রা অভিযোগ করেছেন, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। তাদের ধারণা, পারিবারিক বিরোধের সূত্র ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

এদিকে, ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন এবং প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।’

সারাবাংলা/এইচআই

কুমিল্লা খুন টপ নিউজ নারী নিহত মরদেহ মরদেহ উদ্ধার সেপটিক ট্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর