Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ০৩:৫১ | আপডেট: ২ জুলাই ২০২৫ ০৩:৫৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি

রংপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১১টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা।’

এ সময় দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে আখতার হোসেনকে পরিচয় করিয়ে দেন। পরে সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন সামান্থা শারমিন, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞাপন

এর আগে, সকালে পীরগঞ্জের শহিদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। পরে পদযাত্রাটি কাউনিয়া এসে পথসভায় মিলিত হয়।

সারাবাংলা/পিটিএম

আখতার হোসেন এনসিপি প্রার্থী রংপুর-৪ আসন