Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে পুলিশের কটূক্তি, বৈছাআ’র সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ০৪:৩৫ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১০:২৭

কুষ্টিয়ায় বৈষমবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীদের সড়ক অবরোধ। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে এক পুলিশ সদস্যের কটূক্তিমূলক পোস্ট দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষমবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ জুন) রাত ৯টার দিকে পুলিশ লাইনের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ দেখায়। এ সময় তারা কুষ্টিয়া পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকে। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘কুষ্টিয়া ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলাম রনি আজ তার ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে অশ্লীল মন্তব্য করে একটি পোস্ট দেন। এই কারণে আমরা সড়ক অবরোধ করেছি। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওই পুলিশ সদস্যকে দ্রুত গ্রেফতার করা হোক।’

বিজ্ঞাপন

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এরই মধ্যে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ছাড়া, তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর