Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ০৮:১৬ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১০:৪৭

ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।

বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সৌদি এয়ার লাইন্সের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল (পলিসি) অনুবিভাগ এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত এপ্রিলে ঢাকা ছেড়ে যান সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে পরিচয়পত্র পেশ করে ঢাকা মিশন শুরু করবেন এ কূটনীতিক।

রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী ড. আব্দুল্লাহ জাফরকে সৌদি ফরেন সার্ভিসে চীন ও কোরিয়া এক্সপার্ট হিসেবে বিবেচনা করা হয়। এই কূটনীতিক২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত ব্রাজিলের ব্রাসিলিয়াতে দায়িত্ব পালন করেন। ’২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত আমেরিকার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সিটি হাউস্টনের সৌদি কনস্যুলেট সামলেছেন। তিনি সেখানে কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন। ২০১৩ সালে তিনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা ডেস্কের পরিচালক ছিলেন। সেখান থেকে তাকে কোরিয়ায় সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন হিসেবে পাঠানো হয়। ’২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সিউলে দায়িত্ব পালন করেন। ড. আব্দুল্লাহ জাফর কোরিয়া থেকে যান জেনেভায়। তিনি সেখানে দায়িত্ব পালন করেন ২০২১ সাল পর্যন্ত। জেনেভা থেকে তাকে পাঠানো হয় চীনে। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর গুয়াংজুতে সৌদি কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের কথিত মডেল মেঘনা আলমের যোগাযোগ নিয়ে নানা কথা চাউর আছে। তার বিদায়ের পর ওই মডেলকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।

সারাবাংলা/একে/এসডব্লিউ

ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর