Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই ২০২৫ ০৮:৩৪ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১০:০২

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা। ছবি: সংগৃহীত

ইসরায়েলে এবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (২ জুলাই) ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে।

আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে একটি মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এটি প্রতিহত করতে কাজ করছে বাহিনী। বাসিন্দাদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে হুতিরা জানিয়েছে, তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, গোষ্ঠীটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

ইয়াহিয়া সারি বলেন, ‘এ হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয়ে গেছে।’

সারাবাংলা/এসডব্লিউ

ইয়েমেন ইসরায়েলে হামলা