Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষিত শহরের তালিকায় ঢাকা ২২তম

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ০৯:১৪ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১০:৩৮

বায়ুদূষণ।

ঢাকা: জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই থাকলেও বৃষ্টিতে শহরটির বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার তথ্য অনুযায়ী, কঙ্গোর রাজধানী কিনশাসা রয়েছে দূষণের শীর্ষে।

বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আইকিউএয়ারের তথ্যানুযায়ী, কিনশাসার স্কোর ১৮৩ যা শীর্ষে রয়েছে। ৭৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২তম অবস্থানে রয়েছে ঢাকা। দূষণের দিক থেকে এ স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়।

বিজ্ঞাপন

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকায় বায়ুদূষণ

বিজ্ঞাপন

লড়াই শেষ হয়নি: নাহিদ
২ জুলাই ২০২৫ ১৮:৩২

আরো

সম্পর্কিত খবর