Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ০৯:৪৭

গ্রেফতার সাব্বির হোসেন।

সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে রাজ্জাক পার্ক থেকে হামলাকারীদের একজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সাব্বির হোসেন সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে।

মামলার বাদী সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, গত সোমবার (৩০ জুন) প্রেসক্লাবে সাধারণ সভার আহ্বান করা হয়। সভায় যোগ দিতে ৭০-৮০ জন সাংবাদিক একত্রে প্রেসক্লাবে প্রবেশের সময় সভাপতি আবুল কাশেমসহ প্রেসক্লাবের সাধারণ সদস্যদের ওপর মাদকসেবী চিহ্নিত ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ডিবিসি নিউজের বেলাল হোসেন ও ভোরের আকাশ পত্রিকার আমিনুর রহমানের মাথা ফেটে যায়। এছাড়া আহত হন আরও অনেক সাংবাদিক। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। হামলায় জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময়, বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

গ্রেফতার ১ সাতক্ষীরা প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলা

বিজ্ঞাপন

লড়াই শেষ হয়নি: নাহিদ
২ জুলাই ২০২৫ ১৮:৩২

আরো

সম্পর্কিত খবর