সুনামগঞ্জ: ১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে জুলাই বিপ্লব,বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। বিএনপি জুলাইয়ে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করেছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনিশ্চিয়তা কাটিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখায় আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সুনামগঞ্জে র্যালি পরবর্তী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপির একজন কর্মী হিসাবে দিরাই-শাল্লার মানুষের খেদমত করতে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে মানুষের সেবায় কাজ করতে প্রস্তুত তিনি।’ এ সময় সভার শুরুতে দুপুরে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি শাল্লা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম ও রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার জেলা তরুন দলের সভাপতি আবুল ফজল আকাশ প্রমুখ।