টেস্ট সিরিজের হতাশার পর রঙিন পোশাকে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। আজ কলম্বোতে দুপুর ৩টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। অতীতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ও শ্রীলংকা মুখোমুখি হয়েছে মোট ৫৭ বার। দুই দলের দেখায় যোজন যোজন এগিয়ে শ্রীলংকা। ৫৭ ম্যাচের মধ্যে লংকানরা জিতেছে ৪৩ ম্যাচ। বাংলাদেশ জয় পেয়েছে ১২ ম্যাচে। ফলাফল আসেনি ২ ম্যাচে।
নিজেদের মাঠে শ্রীলংকা জিতেছে ২০ ম্যাচ। ঘরের মাঠে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে।
অ্যাওয়ে ম্যাচে শ্রীলংকার জয় ১৫টি। লংকানদের মাটিতে বাংলাদেশ জিতেছে মাত্র ২টি ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলংকার জয় ৮ ম্যাচে, বাংলাদেশের জয় ২ ম্যাচে।
দুই দলের শেষ ৫ ম্যাচ দেখায় এগিয়ে আছে বাংলাদেশই। বাংলাদেশ জিতেছে ৩টি ম্যাচ, শ্রীলংকার জয় ২ ম্যাচে।
সবশেষ ২০২৪ সালের মার্চে মুখোমুখি হয়েছিল দুই দল। চট্টগ্রামের সেই ম্যাচে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ।