Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহকালে ছাত্রদল সভাপতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১১:০১

আটক মৃদুল হাসান কালিহাতী শাজাহান সিরাজ।

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় নকল সরবরাহ করার অভিযোগে মৃদুল হাসান নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) উপজেলার শাজাহান সিরাজ কলেজে পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালীন সময়ে তাকে আটক করে পুলিশ।

আটক মৃদুল হাসান কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষা চলাকালীন আমি আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করি। পরীক্ষা কেন্দ্রের গেটের ভেতরে তাকে এলোপাথারি ঢুকতে দেখে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে আটক করতে নির্দেশ দেই। তার কাছে নকলের কাগজপত্র পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি আমাদের হেফাজতে আছেন। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

ঘটনার পরপরই উপজেলা বিএনপি জানায়, ছাত্রদলের কেউ যদি অপরাধে জড়িত থাকে, সেটি তার ব্যক্তিগত দায়। দল কখনোই এমন অপকর্মের দায়ভার নেবে না।

বিএনপি নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেন, ‘কালিহাতীতে দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধের সঙ্গে জড়িত হলে বিএনপি তার দায় নেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। অভিযোগের ভিত্তিতে ওই ছেলেকে এরইমধ্যে জেলা ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে। নির্দোষ প্রমাণিত না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

ছাত্রদল সভাপতি আটক