Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ জন, মৃত্যু ৪২

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১১:২২ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১২:৩১

ফাইল ছবি

ঢাকা: সৌদি আরব থেকে হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি। আর এ বছর হজে গিয়ে এ পর্যন্ত ৪২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাত ৩টা পর্যন্ত দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৬৩ হাজার ১৮৮ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৫৮ হাজার ১৮১ জন হাজি দেশে ফিরেছেন।

অন্যদিকে দেশে ফেরা হজের ১৬৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ২৮ হাজার ৪২৭ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৫ হাজার ৯৮৫ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন বাংলাদেশি।

বিজ্ঞাপন

এ বছর হজ পালনে গিয়ে ৪২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।

উল্লেখ্য, হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ‎এদিকে চলমান ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

সারাবাংলা/এনএল/ইআ

হজযাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর