ঢাকা: রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের অষ্টম দিনের বৈঠক চলছে। বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিন সকাল ১১টার পর বৈঠকটি শুরু হয়।
আজকের আলোচনায় নতুন বিষয় রাখা হয়েছে নির্বাচনি এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে চায় কমিশন।
এর আগের বৈঠকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ জানান, জুলাই মাসের মধ্যেই কমিশন সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করতে চায়।
তবে সেটা রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।