Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৪:৩৪ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১৪:৪৩

মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

ঢাকা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বিমান বাহিনীর কর্মকর্তা মোস্তফা মাহমুদকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বুধবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়। তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে ওইদিন তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর