Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি প্রবাসীর লুট হওয়া ২ লাখ ৭০ হাজার রিয়াল উদ্ধার, আটক ৬

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৫:১০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁও পলিটেকনিকের সামনের রাস্তায় বেরিকেড দিয়ে প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটনা ঘটেছে। ওই কারে থাকা এক সৌদী আরব প্রবাসীর কাছ থেকে পাঁচ লাখ রিয়েল লুট করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযোগের পর রাতেই অভিযান শুরু করে থানা পুলিশ ও ডিবি পুলিশ।

বুধবার (২ জুলাই) দুপুর পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। এরইমধ্যে, দুই লাখ ৭০ হাজার রিয়াল উদ্ধার করা হয়েছে। আটকদের ডিবি হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তিবির যুগ্ম কমিশনার রবিউল ইসলাম জানান, ছয়জন আটক আছেন। অভিযান চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

প্রবাসীর টাকা লুট