Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় যুবদলের ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৬:০৯

পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

পাবনা: পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ বলে অভিযোগ করেছে দলের একাংশ। ওই কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে পুনরায় নতুন কমিটির গঠনের দাবিতে বিক্ষোভ করেন তারা।

বুধবার (২ জুলাই) দুপুরে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের পৌর এলাকার মহিষের ডিপু থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ চত্বরে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন- জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর উপজেলা ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, যুবনেতা বাহার, নাদিম হাইদার, সাকিবুল হক সাকিব ও বাপ্পি

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, ‘জেলা যুবদলের বিগত তিন বছর যাবত দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে পুণরায় আহ্বায়ক (পূর্ণাঙ্গ) কমিটি করা হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে একতরফা কমিটি করা হয়েছে।’

এমন ‘পকেট কমিটির’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পদবঞ্চিতরা। দ্রুত এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের পদ দেওয়ার দাবি জানান তারা। তা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর