Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৬:৩২ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১৬:৪১

ঢাকা: ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে এ এইচ এম ফারুককে সভাপতি ও আলমগীর হোসেন ভুইয়া সদস্যসচিব নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সংগঠনটির মিতায়ন চাকমাকে সিনিয়র সহসভাপতি এবং মো. আলমগীর হোসেন ভূইয়াকে সদস্যসচিব, ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে কোষাধ্যক্ষ ও ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বুধবার (২ জুলাই) পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু ভবনে এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার পাহাড়বাসীদের নিয়ে প্রথমবারের মত গঠিত এ কমিটিতে বিভিন্ন দায়িত্বে আছেন।

তারা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন, উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের চিত্রর সম্পাদক অয়ন আহমেদ, দৈনিক যুগান্তরের সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক সৈয়দ ইবনে রহমত, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, বাখের উদ্দিন, আমিনুল হক, ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষক আয়েশা খাতুন রুমা, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা আবু সাদিক কায়েম, উজ্জ্বল ময় ত্রিপুরা, সুকুমার সাহা, মোর্শেদ আলম, দিদারুল আলম, অ্যাড. আবু তাহের রনি, জাহাঙ্গীর আলম অপু, আহমেদ হোসেন, আইটি বিশেষজ্ঞ নাদিম মজিদ, ইব্রাহীম খলিল (অপি) ও নবী হোসেন বাপ্পা প্রমুখ।

এ ছাড়া কমিটিতে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যাংকার ও প্রকৌশলী, সরকারি বেসরকারি চকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা রয়েছেন।

গত ২৩ মে গঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে পাদায়নের সিদ্ধান্ত হয়। সাধারণ সভার সিন্ধান্ত অনুযায়ী বুধবার পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নব নির্বাচিত সভাপতি এ এইচ এম ফারুক বলেন, বৃহত্তর ঢাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল পাহাড়বাসীকে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকায় সদস্য হিসেবে স্বাগত জানাতে প্রস্তুত আছে।

সারাবাংলা/ইউজে/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর